কোরবানির জন্য ব্রাজিল থেকে পশু আনবে সরকার

 অনলাইন ডেস্ক    ৭ এপ্রিল, ২০২৪ ১৭:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিল থেকে বাংলাদেশ পশু আমদানি করবে সরকার। আজ রোববার (৭ এপ্রিল) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্বল্পমূল্যে মাংসজাত পণ্য বাংলাদেশে রফতানি করতে আগ্রহী ব্রাজিল। তবে মাংসজাত পণ্য নয় বরং ব্রাজিল থেকে পশু আমদানির প্রস্তাব দেয়া হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরাকে।

আরও পড়ুন: ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৩...

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, মূলত কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিল থেকে এসব পশু আমদানি করা হবে।

এছাড়া তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক