কোরবানিতে ৬ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

 অনলাইন ডেস্ক    ২৬ জুন, ২০২৩ ১২:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর। এর কারনে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সব ধরণের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়াও দেশগুলোর সঙ্গে সকল ধরণের বাণিজ্যিক পণ্য আনা নেওয়াও বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাবান্ধা কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

বিষয়টি আলোচনা সাপেক্ষে করা হয়েছে জানিয়ে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আবদুল লতিফ তারিন।

আবদুল লতিফ তারিন জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: টমেটো ও গাজরে সেঞ্চুরির সাথে সাথে কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি...

বন্দরের কার্যক্রম আবার চালু হবে আগামী ৩ জুলাই ।

সোমবার (২৬জুন) গ্রুপটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা কাস্টম শুল্ক স্টেশন ও বাংলাবান্ধা আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও অব্যাহত থাকবে ইমিগ্রেশনে যাত্রী পারাপার।

অনলাইন ডেস্ক