পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

 অনলাইন ডেস্ক    ৪ মে, ২০২৪ ১৪:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

ভারত প্রায় ৬ মাস পর পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নিষেধাজ্ঞা তুলে প্রত্যেক মেট্রিক টন পেঁয়াজের রপ্তানিমূল্য ৫৫০ ডলার নির্ধারণ করেছে দেশটির সরকার।

আজ শনিবার (৪ মে) ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মঈন খান...

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার আগের সিদ্ধান্ত বাতিল করে প্রত্যেক মেট্রিক টন পেঁয়াজ ৫৫০ মার্কিন ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে, চলমান লোকসভা নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারে আসীন দল বিজেপি।

অনলাইন ডেস্ক