৪ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

 অনলাইন ডেস্ক    ১৮ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

বাংলাদেশের বাজারে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তা সামাল দিতে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) ভারত সহ বিভিন্ন দেশ থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। চারটি প্রতিষ্ঠানকে এই ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের ডিমের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারত সহ বিভিন্ন দেশ থেকে চার কোটি ডিম আনার অনুমোদন দেয়া হয়েছে। চারটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের বাজারে আসছে ৩৫০ সিসির মোটরসাইকেল...

সেই চারটি প্রতিষ্ঠান হচ্ছে- মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড।

বাজার পরিস্থিতি বিবেচনা করে কর্মকর্তা জানান, আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

একই সঙ্গে সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। পাশাপাশি আমদানি করা যাবে না নিষিদ্ধ পণ্য। তাছাড়া সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।

অনলাইন ডেস্ক