কমলো পেঁয়াজের দাম

 অনলাইন ডেস্ক    ৫ মে, ২০২৪ ১৩:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

ভারত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ২৪ ঘণ্টা না যেতেই দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আজ রোববার (৫ মে) রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজের দাম কমেছে অন্তত ৫ থেকে ১০ টাকা।

এখানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়। ফরিদপুরের হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৫৬ টাকায়।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে দেশের বাজারে আসা পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলে দাম নেমে আসবে ৫০ টাকার নিচে।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাড়তি দামের মজুত করা পেঁয়াজ এখন পুরোটাই বিক্রি করতে হবে লোকসানে। ভারতের পেঁয়াজ রফতানির ঘোষণায় দাম কমে এসেছে।

আরও পড়ুন: ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয়...

তবে ভারতীয় পেঁয়াজ দেশের বাজারে আসতে আরও ৭-১০ দিন সময় লাগবে। এসব পেঁয়াজ বাজারে আসলে দাম আরও পড়ে যাবে।

এর আগে, গত ডিসেম্বর থেকে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। এতে ভরা মৌসুমেও প্রভাব পড়ে দেশের বাজারে। তবে গত ৪ মে প্রায় ৬ মাস পর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। নিষেধাজ্ঞা তুলে প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য ৫৫০ ডলার নির্ধারণ করেছে দেশটির সরকার।

অনলাইন ডেস্ক