ফের বেড়েছে মাংসের দাম, ক্ষুব্ধ ক্রেতারা

 নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বার, ২০২৩ ১২:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মাংসের দাম। গরু, খাসি ও মুরগির দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে, বাজারে দেখা মিলছে না দেশি মুরগি।

গত সপ্তাহ গরু মাংস কেজি দরে বিক্রি হয়ে ছিল ৭০০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে মাংসের দাম ৫০ টাকা বেড়েছে। খাসির মাংস কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।

এদিকে বিভিন্ন ধরনের মুরগির দামও বেড়েছে। গত সপ্তাহে বয়লার মুরগি ছিল ১৬০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সোনালী মুরগি ২০ টাকা বেড়ে প্রতি কেজি ৩০০ টাকা বিক্রি হচ্ছে। লেয়ার ৩০০-৩১০ টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে ছিল ২৯০ টাকা। বাজারে দেখতে পাওয়া যাচ্ছে না দেশি মুরগি। মাংসের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

আরও পড়ুন: শীতেও গরম ডিম-মুরগির বাজার...

যদিও বিক্রেতারা বলছেন, গবাদি পশুর খাদ্যের দাম বৃদ্ধিতে বেড়েছে মাংসের দাম।

গরু ব্যবসায়ীরা জনান, গ্রাম-গঞ্জে গরু কিনতে গেলে বেশি দামে কিনতে হয়। তখন আমরা বাধ্য হয়েই বেশি দামে গরুর মাংস বিক্রি করি।

মুরগি বিক্রেতারা জানান, মুরগির খাবার দাম প্রতি সপ্তাহেই বাড়ছে। গেল সপ্তাহে প্রতি বস্তায় খাবারের দাম বেড়েছে ২০০ টাকা। সে হিসেবে মুরগির দাম বেড়েছে। মুরগির খাবারের দাম কমলে, মুরগির দাম কমে যাবে।

নিজস্ব প্রতিবেদক