বেড়েই চলেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম

 অনলাইন ডেস্ক    ১০ মে, ২০২৩ ১১:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

দুই সপ্তাহ ধরে বেড়েই চলেছে দেশে পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারগুলোয় এ সময়ে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।

একইসঙ্গে বেড়েছে রসুন এবং আদার দামও।

দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীরা খুঁজে পান নি কোন কারণ। তবে আমদানিকারকরা বলছেন, পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে ফলে দাম বাড়ছে।

আমদানিকারকরা আরো বলেছেন, আমদানি বন্ধ থাকলে সামনে পেঁয়াজের দাম আরো বাড়বে। দেশ কৃষকদের উৎপাদন করা পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গত ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে।

জানা গেছে, বর্তমানে বাজারে খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৫৫ টাকা।

রাজধানী সহ দেশের বিভিন্ন জেলাতে পেঁয়াজের পাশাপাশি দাম বেড়ছে আদা ও রসুনের। দেশি ও আমদানি করা রসুনের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা।

দেশি ও আমদানি করা আদা প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা এবং ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে দেশি রসুন কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা েএবংআমদানি করা রসুন বিক্রি হচ্ছে কেজি ১৫০ থেকে ১৬০ টাকায়।

অনলাইন ডেস্ক