কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

     ২৭ জুন, ২০২৩ ১৭:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

বর্তমান বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৩০০ টাকারও বেশি তাই ব্যবসায়ীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে কাঁচা মরিচ ও টমেটো তিন মাসের জন্য আমদানির অনুমতি দিয়েছেন সরকার।

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সোমবার থেকে কাঁচা মরিচ ও টমেটো আমদানির আইপি দেওয়া শুরু হয়েছে।

প্রথম দিনে ৩০টি আইপির বিপরীতে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির সুযোগ দেওয়া হয়েছে।

আসন্ন ঈদকে ঘিরে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকার ও বেশি হয়েছে। আবার কোথাও কোথাও ৪০০ টাকা কেজি বিক্রয় হয়েছে এই কাঁচা মরিচ। যে পণ্যের দাম সাধারণত ১০০ টাকার আশেপাশে থাকে।

আরও পড়ুন: কোরবানিতে ৬ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর...

সোমবার অনলাইন গ্রোসারি চালডালের ওয়েবসাইটে দেখা যায়, আধা কেজি টমেটো ৬৯ টাকা এবং আড়াইশ গ্রাম কাঁচা মরিচ ৮৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কাঁচা মরিচের কেজি ৩৬০ টাকা আর টমেটোর কেজি ১৪০ টাকা।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার বিভাগের পরিচালক কে জে এম আব্দুল আউয়াল বলেন, বর্তমানে বাংলাদেশে সারা বছর টমেটো চাষ করার প্রকল্পটি সফল হয়নি। কিন্তু পাশের দেশ ভারতে ভিন্ন ভিন্ন রাজ্যের আবহাওয়া ভিন্ন ভিন্ন হওয়াতে সারা বছরেই সেখানে টমেটো পাওয়া যায়।

একই অধিদপ্তরের উদ্ভিদ সংগোনিরোধ শাখার উপ পরিচালক মুহাম্মদ লিয়াকত হোসেন খান বলেন, মরিচের দাম মূলত কী কারণে বাড়ছে তা আমাদের বোধগম্য নয়। তবে আশা করি, আমদানি শুরু হলে দাম স্বাভাবিক হয়ে আসবে।