একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ৮৫ কর্মকর্তাকে বদলি

 অনলাইন ডেস্ক    ২১ আগষ্ট, ২০২৪ ১১:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

বড় ধরনের রদবদল করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে (কেন্দ্রীয় ব্যাংক)। তিন বছরের বেশি সময় একই বিভাগে দায়িত্বে থাকা ব্যাংকটির ২২ জন অতিরিক্ত পরিচালক (সাবেক উপমহাব্যবস্থাপক) পর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

একই সঙ্গে দফতর পরিবর্তন করা হয়েছে আরও ৬৩ জন যুগ্ম পরিচালকের। সব মিলিয়ে ৮৫ কর্মকর্তাকে একসঙ্গে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ আলাদা আলাদা দুটি অভ্যন্তরীণ চিঠিতে এসব কর্মকর্তাদের বিভিন্ন বিভাগ ও অফিসে বদলি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকটিতে এতদিন বদলি নীতিমালা মানা হয়নি। বছরের পর বছর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একই বিভাগে বহাল ছিলেন।

একই সঙ্গে দুটি বিভাগেও দায়িত্ব পালন করছেন কেউ কেউ। তবে নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর তিন বছরের বেশি সময় ধরে যারা একই বিভাগে ছিলেন, তাদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছেন। পর্যায়ক্রমে বাকিদেরও বদলি করা হবে।

অনলাইন ডেস্ক