চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান

 অনলাইন ডেস্ক    ১৬ এপ্রিল, ২০২৪ ১৫:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

বাংলাদেশের চালের বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে চলছে কারসাজি। মূল্য নিয়ন্ত্রণে করতে আরও ৫০টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, বেসরকারিভাবে আরও ৫০ আমদানিকারককে ৯১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৩ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। ১৫ মে এর মধ্যে বাজারজাত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি করতে পারবে প্রতিষ্ঠানগুলো। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করতেও নিষেধ করেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩...

এই চাল বস্তায় বিক্রি করতে হবে। তাছাড়া আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে দেয়ার কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, গত ২১ মার্চ বেসরকারিভাবে ৪৯ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৪ হাজার মেট্রিক টন আতপ চালের আমদানির অনুমতি দিয়েছিল সরকার।

অনলাইন ডেস্ক