গাংনী বাজারে বেড়েছে সবজির দাম

 নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ, ২০২৪ ১২:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

মেহেরপুরের গাংনী বাজারে ঝাল, পেঁয়াজের কমলেও সবজির বাজারে দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দামের তারতম্য আগের মতই রয়েছে।

আজ বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ২০ থেকে ৩০ টাকা, আলু ৩০ থেকে ৪০ টাকা, গাজর ৪০ টাকা, লাউ প্রতি পিস ১৫ থেকে ২৫ টাকা, রসুন ১০০ টাকা ও করল্লা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে আড়তের চেয়ে খুচরা বাজারে দাম অনেক বেশি।

আরও পড়ুন: বাংলাদেশের দেড় লাখ ভিডিও সরিয়ে নিল ইউটিউব...

এদিকে রোজা শুরু হওয়ার পরপরই বয়লার মুরগির দাম ২০০ টাকা, কক জাতীয় মুরগি ৩০০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা কেজি দারে বিক্রি করা হচ্ছে।

তবে, ছাগলের মাংস এক হাজার টাকা এবং গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মাছের আমদানি কিছুটা কম হলেও সাধারণ মানুষের অনেকটা নাগালের মধ্যেই দাম রয়েছে।

নিজস্ব প্রতিবেদক