লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

 নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

মেহেরপুরে বাজার গুলোতে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০-৪০ টাকা বেড়ে গেছে। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা দরে। যা গত বৃহস্পতিবার ছিল ৯০ টাকা।

হঠাৎ করে এত বেশি দাম বাড়ার ঘটনাকে খুবই অস্বাভাবিক বলছেন ক্রেতারা। গত শনিবার (১০ ফেব্রুয়ারি) বাজার গুলোতে এমন চিত্র দেখা গেছে।

ভরা মৌসুমে পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে বাজারে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভোক্তারা।

ক্রেতারা বলেন, গত বৃহস্পতিবার ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ ১২৫ টাকায় কিনলাম। ব্যবসায়ীরা অকারণে নিজেদের মনমতো দাম বাড়াচ্ছেন। বাজার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত।

আরও পড়ুন: মালয়েশিয়াতে বন্দী জীবন কাটাচ্ছেন মেহেরপুরের তিন শতাধিক যুবক...

খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, গত বৃহস্পতিবার আড়তদারের কাছে থেকে পাইকারি কিনেছি ৮৫ টাকা থেকে ৯০ টাকা কেজিতে। শুক্রবার পাইকারি কিনেছি ১০৫ টাকায়। আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

পাইকারি ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজের আমদানি কম, চাহিদা বেশি। আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকদিনের মধ্যে দাম কমে যাবে।

ক্রেতারা আরও বলেন, পেঁয়াজ খাওয়া ছেড়ে দেব। কারণ আমি দিনমজুর, গরিব মানুষ। এদিকে জিনিসপত্রের দাম বেশি। সংসার চালাতে খুব কষ্ট হয়। পেঁয়াজ খাওয়া বাদ দেওয়া ছাড়া উপায় নাই।

নিজস্ব প্রতিবেদক