আরও ২৬ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি

 অনলাইন ডেস্ক    ৬ নভেম্বার, ২০২৩ ১৫:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ সোমবার (৬ নভেম্বর) সকালে আরও ২৬ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেয়া হয়েছে। ভারত থেকে আলু আনতে ২৯ জন আমদানিকারককে এ অনুমতি দেয়া হয়।

সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা সমির ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সমির ঘোষ বলেন, এ স্থলবন্দর দিয়ে গত রোববার পর্যন্ত মোট ৫০ জন আমদানিকারক ৪১ হাজার ৮০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরইমধ্যে কয়েকজন আমদানিকারক ভারত থেকে আলু আনতে শুরু করেছেন। এখন আরও ২৯ জনকে আলু আনার অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন: আবারও বাড়লো এলপিজির দাম...

এ স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আলু আমদানি শুরু হয়। গত রোববার পর্যন্ত ৩৩ ট্রাকে মোট ৯০০ মেট্রিক টন ভারতীয় আলু আমদানি হয়েছে এ স্থলবন্দর দিয়ে।

অনলাইন ডেস্ক