এক কেন্দ্রে ৫৭ পরীক্ষার্থী ভুয়া, কেন্দ্র সচিবসহ সবাই আটক

 অনলাইন ডেস্ক    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

নওগাঁর সাপাহারে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে ৫৭ জনের বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেন্দ্র সচিবসহ সবাইকে আটক করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সাপাহারের ইউএনও মাসুদ হোসেন জানান, ঘটনা তদন্তে যাচাই-বাছাই চলছে।

আরও পড়ুন: এটিএম শামসুজ্জামান নেই, ৩ বছর!...

সাপাহার থানার (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আটক শিক্ষার্থীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।

জানা গেছে, এর আগে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে অংশগ্রহণ করে ওই শিক্ষার্থীরা। আজ পরীক্ষা দিতে এসে তারা ধরা পড়েছে।

অনলাইন ডেস্ক