‘মুক্তিপণে জাহাজ-নাবিকদের উদ্ধারের তথ্য সরকারের কাছে নেই’

 অনলাইন ডেস্ক    ১৪ এপ্রিল, ২০২৪ ১৩:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

সোমালিয়ান জলদস্যুদের মুক্তিপণ দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে উদ্ধারের তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ রোববার (১৪ এপ্রিল) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খালিদ মাহমুদ চৌধুরী বললেন, নাবিকদের মুক্ত করার ঘটনা এবারের নববর্ষে নতুন মাত্রা যোগ করেছে।

নাবিক উদ্ধারের মধ্যস্ততায় ছিল সরকার, আলাপ-আলোচনা হয়েছে সেভাবেই। দস্যুদের ওপর আন্তর্জাতিক ও সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর চাপও ছিল।

আরও পড়ুন: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী...

নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, জাহাজসহ নাবিকরা এখন আরব আমিরাতের পথে রয়েছে। ১৯ তারিখ নাগাদ তারা আরব আমিরাত পৌঁছাতে পারেন।

এরপর সেখান থেকে তারা বিমানযোগে বাংলাদেশে ফিরবেন। নাবিকরা মুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক