বিএনপির ৪৮ ঘণ্টার নিরুত্তাপ হরতাল চলছে

 অনলাইন ডেস্ক    ৬ জানুয়ারী, ২০২৪ ১২:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনসহ এক দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি চলছে। যদিও সকাল থেকে ঢাকার সড়কে এর প্রভাব কম দেখা গেছে। আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে।

তবে হরতাল শুরুর আগের রাতেই ঢাকায় ট্রেনে আগুনের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।

আগের হরতালের মতো আজকেও যান চলাচলে অনেকটাই স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি চলাচল করছে।

তবে বেলা যত গড়াচ্ছে সড়কে বাড়ছে গণপরিবহনের সংখ্যাও। যদিও নির্বাচনকে সামনে রেখে আতঙ্কও আছে পরিবহন মালিক ও শ্রমিক।

আরও পড়ুন: আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি...

রাজধানীর বিভিন্ন এলাকার কর্মজীবী মানুষ প্রতিদিনের মতোই নিজ গন্তব্যে ছুটে চলেছেন। যদিও নির্বাচন উপলক্ষে সারা দেশে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করায় ঢাকা ছেড়েছেন অনেকেই।


একদিকে হরতাল অন্যদিকে নির্বাচন। সবমিলে মানুষের ভেতরে আতঙ্ক আছে। সে কারণেই যাত্রী উপস্থিতি কম দেখা যাচ্ছে। জনগণের যানমালের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনলাইন ডেস্ক