বিএনপির ফের দুই দিনের কর্মসূচি আসছে

 অনলাইন ডেস্ক    ৯ নভেম্বার, ২০২৩ ০০:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ না কাটতেই আবারও দুই দিনের কর্মসূচি দিচ্ছে দলটি। চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছে দলটি। গত বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে অবরোধ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে দলটি। সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিকরাও একই কর্মসূচি দিতে যাচ্ছে।

এদিকে বিএনপি হরতাল দেবে বলে গুঞ্জন উঠলেও আবারও অবরোধ কর্মসূচি দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে গত বুধবার থেকে আবারও শুরু হয়েছে বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ।

আরও পড়ুন: উত্তরায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল...

যদিও তৃতীয় দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিন আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে যান চলাচল বেড়েছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম।

তৃতীয় দফা অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দিয়েছেন অবরোধকারীরা। এর মধ্যে রাজধানী ঢাকাতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে।

আজ সকালে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক