খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ছে

 অনলাইন ডেস্ক    ১০ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে বলে আজ রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও জানান, আইন অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হবে না।

বেগম খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন, কিন্তু তিনি বিদেশে যেতে পারবেন না।

এই দুই শর্তে চলতি বছরের ২৬ মার্চ তার মুক্তির মেয়াদ ৭ম বারের মতো আরও ছয় মাস বাড়ানো হয়। যা শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

আরও পড়ুন: মেহেরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত...

এ নিয়ে নির্বাহী আদেশে ৮ বারের মতো দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার।

সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রায় চার বছর ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন।

৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ডায়াবেটিস, চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

অনলাইন ডেস্ক