নৌকা প্রতীকে লড়বেন ১৪ দলের প্রার্থীরা, আসন ভাগাভাগি শিগগিরই

 অনলাইন ডেস্ক    ১১ ডিসেম্বার, ২০২৩ ১৫:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগিতে ১৪ দলের শরিকদের সঙ্গে রোববার (১০ ডিসেম্বর) রাতে বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের নেতারা। তবে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

তবে বৈঠক সূত্র জানিয়েছে, জোটের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দলভিত্তিক চাহিদাপত্র তুলে দেয়া হয়েছে, দুই একদিনের মধ্যেই চূড়ান্ত হবে আসন ভাগাভাগি।

এদিকে প্রতীক নির্ধারণ হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তবে চাহিদাপত্রে কাটছাঁট হয়েছে বলে জানিয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান।

আরও পড়ুন: এবার ৩৬ ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি...

এদিকে জোট সূত্র বলছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল থেকে এবার রাশেদ খান মেনন (ওয়ার্কার্স পার্টি) বরিশাল-২, আনোয়ার হোসেন মঞ্জু (জাতীয় পার্টি- জেপি) পিরোজপুর-২, হাসানুল হক ইনু (জাসদ) কুষ্টিয়া-২, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি (তরিকত ফেডারেশন) চট্টগ্রাম-২, ফজলে হোসেন বাদশা (ওয়ার্কার্স পার্টি) রাজশাহী-২, দিলীপ বড়ুয়া (বাংলাদেশের সাম্যবাদী দল) চট্টগ্রাম থেকে এবং শিরীন আখতার (জাসদ) ফেনী থেকে নির্বাচন করতে পারেন।

আওয়ামী লীগ ছাড়া ১৪ দলের বর্তমান শরিক দলগুলো হলো: বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল (এমএল), তরিকত ফেডারেশন, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ, রেজাউর), ন্যাপ (মোজাফফর), জাতীয় পার্টি (জেপি, মঞ্জু), গণতান্ত্রিক মজদুর পার্টি এবং গণ-আজাদী লীগ।

এগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, ন্যাপ এবং তরিকত ফেডারেশ ভাঙনের শিকার হয়েছে।

অনলাইন ডেস্ক