ষষ্ঠ দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

 অনলাইন ডেস্ক    ২২ নভেম্বার, ২০২৩ ১২:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

সরকারের পদত্যাগের এক দফা দাবি ও ‘একতরফা’ তপশিল ঘোষণার প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এই অবরোধটি চলবে আজ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত সোমবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। সে সময় তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহতদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা, সারা দেশে গ্রেপ্তারকৃত হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: মির্জা ফখরুলের জামিন শুনানি আজ...

অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাতে রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

অন্যদিকে অবরোধের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনলাইন ডেস্ক