এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন: ইসি আলমগীর

 অনলাইন ডেস্ক    ২৪ জানুয়ারী, ২০২৪ ১১:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আলমগীর।

ইসি আলমগীর বলেন, ‘উপজেলা নির্বাচন করার সময় যেটা, সে সময়টা চলে এসেছে। সামনে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এরপর রোজা। রোজার মধ্যে তো নির্বাচন করা সম্ভব নয়। ঈদের পরপরই যাতে নির্বাচন হয় সেই ভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ করবো।’

তিনি আরও বলেন, নির্বাচন ব্যালটেও হতে পারে আবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

আরও পড়ুন: কবে থেকে দুপুরের খাবার পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা?...

দলীয় প্রতীকে ভোটের বিষয়ে ইসি আলমগীর বলেন, কোনো রাজনৈতিক দল যদি মনে করে দলীয় প্রতীকে মনোনয়ন দেবে না, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, তারা নিতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই।

নির্বাচন কমিশনের জন্য প্রতীক থাকলেও যে অবস্থা, না থাকলেও একই অবস্থা। কমিশনের আলাদা কোনো দায়-দায়িত্ব নেই। এ নিয়ে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নেই।

অনলাইন ডেস্ক