সরকারকে সহযোগিতা না করতে রিজভীর আহ্বান

 অনলাইন ডেস্ক    ২০ ডিসেম্বার, ২০২৩ ১৭:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনসহ সরকারকে সব ধরনের সহযোগিতা না করতে আজ বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার সময় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসী ও ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। কারা এমপি হবেন তা সবাই জানে, সেই তালিকা তৈরি হয়ে গেছে।’

আরও পড়ুন: কেন্দ্রে প্রভাব বিস্তার কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নির্বাচন কমিশনার...

বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার অসযোগিতা করার কথা জানিয়ে রিজভী বলেন, আপনারা কর, খাজনা, পানি, গ্যাস বিদ্যুৎ বিল দেয়া বন্ধ করুন। সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে ব্যাংক খাতের মাধ্যমে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না সেটি ভাবুন।

এছাড়া মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতা-কর্মীকে আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

রিজভী আরও বলেন, সরকার পতন না হওয়া পর্যন্ত আজ থেকে এ অসযোগিতার আন্দোলন চলমান থাকবে।

অনলাইন ডেস্ক