সংরক্ষিত মহিলা আসন মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নুরজাহান বেগম

 তরিকুল ইসলাম    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

এবার দিয়ে তিনি সংরক্ষিত মহিলা আসন ও সরাসরি নির্বাচণে মোট আট বার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।


নুরজাহান বেগম ১৯৬২ সালের ৩- রা ডিসেম্বর জন্মগ্রহন করেন । শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ।

আরও পড়ুন: কোটচাঁদপুরে রঙ্গিন ফুলকপি চাষ করে লাভবান কলেজ ছাত্র...

তিনি প্রত্যক্ষ ভাবে আওয়ামীলগের রাজনীতির সাথে জড়িত। অতীত ও বর্তমানে রয়েছেন সুবিধা বঞ্চিত মানুষের পাশে।


জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ৬টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান।

এদিকে মঙ্গলবার জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ১৪ মার্চ।

তরিকুল ইসলাম