নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

 অনলাইন ডেস্ক    ৬ জানুয়ারী, ২০২৪ ১৪:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

বিএনপির আগুন সন্ত্রাস ও চলমান নাশকতার প্রতিবাদ জানাতে আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, নির্বাচন বিরোধী কর্মকাণ্ড করছে বিএনপি-জামায়াত। তারা ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে এবং ভোটারদের মনে ভীতি সৃষ্টি করছে। এ ব্যাপারে কার্যকর ভূমিকা নিতে কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপির ৪৮ ঘণ্টার নিরুত্তাপ হরতাল চলছে...

তিনি আরও জানান, কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

উক্ত বৈঠককে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, আইন সম্পাদক নজিবুল্লাহ হিরুসহ আরও অনেকেই।

অনলাইন ডেস্ক