বিএনপির অবরোধ চলছে, কাল হরতাল

 অনলাইন ডেস্ক    ২৯ নভেম্বার, ২০২৩ ১১:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 51 বার

সরকারের পদত্যাগ ও সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে আজ বুধবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করবেন বিএনপি ও সমমনা দলগুলো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

একই কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম, পিপলস পার্টিসহ সমমনা দল ও জোট।

আরও পড়ুন: মেহেরপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম উত্তোলন...

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো দুই দফায় সারাদেশে তিন দিন হরতাল এবং সাত দফায় পর্যায়ক্রমে ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে। আজ অষ্টম দফা ২৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

অনলাইন ডেস্ক