মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

 অনলাইন ডেস্ক    ২২ নভেম্বার, ২০২৩ ১০:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ বুধবার দুপুর ২টার সময় ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে অনুষ্ঠিত হবে।

গত সোমবার (২০ নভেম্বর) এ শুনানির দিন ধার্য ছিল। ওইদিন শুনানি শুরু হলে আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। পরে বিচারকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।

আরও পড়ুন: আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মাশরাফী...

গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদি রাতে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবীর খান।

এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।

ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে গত ২ নভেম্বর মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করা হয়।

অনলাইন ডেস্ক