সংরক্ষিত আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিলেন স্বতন্ত্ররা

 অনলাইন ডেস্ক    ২৯ জানুয়ারী, ২০২৪ ১৬:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

স্বতন্ত্র কোটা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ঠিক করার দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছেন বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা।

এবার নির্বাচনে বিজয়ী ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য আনুপাতিক হারে প্রাপ্যতা অনুযায়ী সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচন করে দিতে পারতেন।

এই কোটা পেতে স্বতন্ত্ররা জোট করছে কি না তা নিয়ে গত কয়েকদিন থেকে আলোচনার মধ্যে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তারা এ ভার সংসদ নেতার ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন।

এদিন সন্ধ্যায় গণভবনে এ বৈঠক শেষে বেশ কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য এ সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন: মেহেরপুরে শীতকালীন স্বাস্থ্য বার্তা জানিয়ে প্রচারপত্র বিলি...

আগামী কাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর আগে নৌকা প্রতীকের বাইরে জয়ী হয়ে সংসদে আওয়ামী লীগের পর বেশি আসন পাওয়া স্বতন্ত্রদের সঙ্গে বৈঠক করলেন নতুন সংসদ নেতা শেখ হাসিনা।

সংসদের বিধি-বিধান অনুযায়ী সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসন আওয়ামী লীগ পাবে ৩৮টি, জাতীয় পার্টি পাবে দুইটি, আর স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবেন ১০টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা এই ১০ জনকে মনোনয়ন দেওয়ার দায়িত্বই প্রধানমন্ত্রীকে দিয়েছেন।

অনলাইন ডেস্ক