সব দাবি-দাওয়া একমাস বন্ধ রাখার আহ্বান নুরের

 অনলাইন ডেস্ক    ২৬ আগষ্ট, ২০২৪ ১৩:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নানা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সংস্থা। এর মধ্যে ঘটছে অপ্রীতিকর ঘটনাও। এ অবস্থায় সব দাবি-দাওয়া একমাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, সাধারণ আনসারদের পরিকল্পনা ছিল সচিবালয়ে তাণ্ডব চালানো। নৈরাজ্য তৈরির চেষ্টা করেছিলেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাতকে ফেলে মারধর করাটা কোনো স্বাভাবিক ঘটনা নয় মন্তব্য করে নুরুল হক নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সরকারকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।

সব দাবি-দাওয়া একমাস বন্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে বেতন বাড়াতে হবে। তবে এটি ধাপে ধাপে করা হবে। এজন্য সরকারকে সময় দিতে হবে।

প্রসঙ্গত, সচিবালয় এলাকায় রোববার (২৫ আগস্ট) রাতে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আজ তাদের দেখতে এবং চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

অনলাইন ডেস্ক