খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল

 অনলাইন ডেস্ক    ১৪ জানুয়ারী, ২০২৪ ১৮:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান আজ রবিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

বেগম খালেদা জিয়ার ওই মামলার শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময় আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সংবাদমাধ্যমকে জানান, বিভিন্ন কারণ দেখিয়ে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. আসাদুজ্জামান আজকে শুনানি মুলতবি করে আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আরও পড়ুন: অর্থনীতিকে বিপন্ন করার চাপ আসবে, ভয় পেলে চলবে না: কাদের...

মামলাগুলোর মধ্যে রয়েছে, রাজধানীর দারুসসালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। এছাড়াও, তিনটি দুর্নীতি মামলা ঢাকার অন্য তিনটি বিশেষ আদালতে বিচারাধীন।

উল্লেখ্য, খালেদা জিয়া অসুস্থ থাকায় সরকারের নির্বাহী আদেশে গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

অনলাইন ডেস্ক