খালেদা জিয়ার অবস্থার অবনতি, মধ্যরাতে সিসিইউতে স্থানান্তর

 অনলাইন ডেস্ক    ১৮ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গত রবিবার রাত ২টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হাওয়ায় রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে সিসিইউতে স্থানান্তর করার।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বর্তমান অবস্থার দিক বিবেচনায় নিয়ে তাকে আপদত কেবিনে না রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই তাকে সিসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

৭৮ বছর বয়সি বেগম খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও পড়ুন: শেয়ালের কাছে মুরগি দিলে কি হয়, সবাই জানে: ফখরুল...

এছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার।

এরই মধ্যে কয়েক দফা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সর্বশেষ গত ৯ আগস্ট খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অনলাইন ডেস্ক