চার দিনের কর্মসূচি দিলো বিএনপি

 অনলাইন ডেস্ক    ২১ ডিসেম্বার, ২০২৩ ১১:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

নির্বাচন ঠেকাতে গত বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার (২৪ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে, আজ এবং শুক্র ও শনিবার গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি।

তিনি বলেন, নির্বাচন বর্জনের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি এবং ২৪ ডিসেম্বর (রোববার) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: সরকারকে সহযোগিতা না করতে রিজভীর আহ্বান...


রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বৃহস্পতি, শুক্র ও শনিবার গণসংযোগ করা হবে। একই দাবিতে ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ হবে।

এর আগে, রুহুল কবির রিজভী দুপুরে আরেকটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতার কর্মসূচি পালন করতে জনগণের প্রতি আহ্বান জানান।

অনলাইন ডেস্ক