প্রার্থীরা নিজেদের যোগ্যতার কথা বলে ভোট চাইবেন: সমাজকল্যাণ মন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৪ মে, ২০২৪ ০৯:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দল থেকে কোনও দলীয় প্রতীক, দলীয় মনোনয়ন কিংবা সমর্থন কাউকে দেয়া হয়নি। মন্ত্রী-এমপিদের সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে যাতে এই নির্বাচনে কোনো অন্যায় হস্তক্ষেপ না করেন।

সোমবার (১৩ মে) বিকেলে চাঁদপুর শহরের তিন নদীর মোহনা বড় স্টেশনে নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমার আহ্বান থাকবে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা সবাই প্রায় একই আদর্শের মানুষ। তারা দিন শেষে একই স্থানের। পরবর্তী কোনও নির্বাচনে সবাই একই পক্ষের হয়ে কাজ করবে।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন ডোনাল্ড লু...

দীপু মনি আরও বলেন, নির্বাচনে সব প্রার্থীরা নিজের যোগ্যতার কথা বলে ভোট চাইবেন। সবাই নির্বাচন করুক। স্বাধীনভাবে নির্বাচন করার অধিকার সবার আছে। প্রশাসনও এই ধরণের নির্বাচন করতে প্রস্তুত।

অনলাইন ডেস্ক