সংসদ অধিবেশনের সময় বিএনপির ‘কালো পতাকা’ মিছিল

 অনলাইন ডেস্ক    ৩০ জানুয়ারী, ২০২৪ ১৪:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

বেশ কিছু নতুন নজির গড়ে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন। আজ মঙ্গলবার বিকেলে বসতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন। এ সংসদকে অবৈধ দাবি করে প্রথম অধিবেশন চলাকালীন ‘কালো পতাকা’ মিছিল করবে বিএনপি।

রাজধানীর ৭টি এলাকা থেকে আজ দুপুর ২টার সময় এই মিছিল পরিচালনা করা হবে। বিএনপিসহ একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের শরিকরা আলাদাভাবে কালো পতাকা মিছিল করবে।

বিএনপির দলীয় সূত্র যানা যায়, সব জেলা ও উপজেলা শহর এবং মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।

আরও পড়ুন: মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা..

কর্মসূচির ঘোষণা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপির তিনটি ও দক্ষিণের চারটি জায়গা থেকে বের হবে কালো পতাকা মিছিল।

আর মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিলের পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ীর কদমতলী বাসস্ট্যান্ড, সূত্রাপুরের দয়াগঞ্জ মোড় ও ধানমন্ডির নিউমার্কেটের সামনে অনুষ্ঠিত হবে কালো পতাকা মিছিল।

অনলাইন ডেস্ক