সাতসকালে ধানমন্ডিতে বাসে আগুন

 অনলাইন ডেস্ক    ১৩ ডিসেম্বার, ২০২৩ ১০:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা ১১তম দফা ৩৬ ঘন্টা অবরোধের শেষ দিন আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে কেয়ারি প্লাজার সামনে রজনীগন্ধা পরিবহনে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। এতো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় বাংলামোটর মোড়ে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এছাড়া রাতে যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: সমঝোতা হবে, তবে স্বতন্ত্র বিষয়ে নমনীয় আওয়ামী লীগ...

এদিকে গতকাল দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনলাইন ডেস্ক