নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি

 অনলাইন ডেস্ক    ১৭ ডিসেম্বার, ২০২৩ ১৬:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাকের পার্টি। আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার সব কয়টি আসনে প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের চিঠি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জমা দিতে শুরু করেছেন।

জাকের পার্টি জানায়, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আশঙ্কা থেকে দলীয়প্রধান মোস্তফা আমীর ফয়সলের সিদ্ধান্তেই প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। তারা আসন ভাগাভাগির এই নির্বাচনে অংশ নেবে না।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জিএম কাদের...

১৯৮৯ সালের ১৪ অক্টোবর আটরশির প্রয়াত পীর মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহর হাত ধরে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়। দলটির বর্তমান চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

গোলাপ ফুল প্রতীকের দলটি ১৯৯৬ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচন বয়কট করা ছাড়া বাকি পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। যদিও কোনও নির্বাচনেই দলের কোনও প্রার্থী জয়লাভ করতে পারেনি।

অনলাইন ডেস্ক