দুই দিনে আওয়ামী লীগের আয় ৬ কোটি টাকা

 অনলাইন ডেস্ক    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিতে পদ প্রত্যাশীদের হিড়িক পড়েছে। দ্বিতীয় দিনে ৫২২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।

বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুন: চাল, তেল, চিনি ও খেজুরে শুল্ক ও কর কমাল সরকার...

তিনি বলেন, আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। আগামী ১৪ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করবেন।

এর আগে প্রথম দিন ৮১০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এতে আয় আওয়ামী লীগের আয় হয়েছিল ৪ কোটি ৫ লাখ টাকা। আর ২ দিনে মনোনয়নপত্র বিক্রি করে দলের আয় হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ৬টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান।

অনলাইন ডেস্ক