ফের দুই দিনের কর্মসূচি দিলো বিএনপি

 অনলাইন ডেস্ক    ৩০ ডিসেম্বার, ২০২৩ ১৫:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ফের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।

আগামী রবিবার (৩১ ডিসেম্বর) ও সোমবার (১ জানুয়ারি) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।

রিজভী বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন বেশি ত্বরান্বিত হচ্ছে। প্রতিটি জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। নেতাকর্মীরা হাটে-মাঠে, ক্ষেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে লিফলেট বিতরণ করছে। তারা আমাদের কথা শুনছেন এবং সমর্থন দিচ্ছেন।

আরও পড়ুন: আপনাদের এই ভালোবাসা, সমর্থন আমার একমাত্র শক্তি: প্রধানমন্ত্রী...

তিনি আরও বলেন, গণতন্ত্রে বিরোধী দল স্বীকৃত সত্য। কিন্তু সরকার সেটাকে মানতে চায় না। যাতে তাদের ক্ষমতার মধুর হাঁড়ি উল্টে না যায়। সে জন্যই শেখ হাসিনার ফ্যাসিজমকে পাহারা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি। গত ২৪ ডিসেম্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করে আসছে দলটি।

অনলাইন ডেস্ক