রিজভীর নেতৃত্বে মতিঝিলে বিক্ষোভ মিছিল

 অনলাইন ডেস্ক    ১২ নভেম্বার, ২০২৩ ১৩:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

চতুর্থ দফা বিএনপির ডাকা অবরোধের প্রথম দিন আজ। রাজধানীর মতিঝিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ রোববার (১২ নভেম্বর) সকালে অবরোধ সমর্থনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

গত ২৮ অক্টেবর পর রাজধানীতে বিএনপির কোনো কর্মসূচিতে রিজভীকে দেখা যায়নি। এবার চতুর্থ দফা বিএনপি ডাকা অবরোধের প্রথম দিন আজ সকালে তাকে রাজপথে মিছিল করতে দেখা যায়। এ সময় নেতাকর্মীরা ‘চলছে লড়াই চলবে, খালেদা জিয়া লড়বে’ স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে এগিয়ে যান।

এদিকে অবরোধের প্রভাব নেই রাজধানীর জনজীবনে। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

আরও পড়ুন: মেহেরপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত...

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ বাড়ছে। কর্মজীবীরাও কর্মস্থলে যেতে শুরু করেছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত অনেক গাড়ি দেখা গেছে।

তবে যারা বাইরে বের হচ্ছেন, তাদের মনে শঙ্কা আছে। কারণ গত শনিবার রাতে ঢাকায় বেশ কয়েকটি বাসে আগুন লাগিয়েছেন অবরোধকারীরা।

তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে রাজধানীর মোড়ে মোড়ে। সন্দেহজনক কিছু দেখলে চেক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অনলাইন ডেস্ক