নাশকতার মামলায় ফখরুলের জামিন

 অনলাইন ডেস্ক    ১০ জানুয়ারী, ২০২৪ ১৭:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

রাজধানীর রমনা ও পল্টন থানার নাশকতার পৃথক ৯ মামলায় আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। পরে আরেকটির আদেশেও তাকে জামিন দেয়া হয়।

আরও পড়ুন: মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস কারাগারে...

মির্জা ফখরুলের আইনজীবীরা বলেছেন, গত ২৮ অক্টোবরের পর মির্জা ফখরুলের বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর মধ্যে আজ ৯টি মামলায় জামিন পেলেন তিনি। অন্য মামলাটিতে মির্জা ফখরুলের জামিন আবেদন হাইকোর্টে নাকচ হয়েছে। এখন আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে, গত মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তাকে এসব মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। এরপর আজ জামিন শুনানির কথা বলেন। ওই দিন বিএনপির মহাসচিবকে হাজির করা হয় আদালতে।

অনলাইন ডেস্ক