খালেদা জিয়ার স্থায়ী মুক্তির বিষয়ে সিদ্ধান্ত আজ

 অনলাইন ডেস্ক    ১৯ মার্চ, ২০২৪ ১১:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে কারামুক্তির মেয়াদ বৃদ্ধি ও বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হবে আজ।

খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার (১৯ মার্চ) এই বিষয়টি জানান।

আইনমন্ত্রী বলেন, বহুবার আমি আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী যেই শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে এর বাইরে আইনিভাবে আমাদের আর কিছু করার নেই।

আরও পড়ুন: উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’ এখন রংপুরে...

তার পরেও আমি দেখছি প্রথম যে চিঠি লেখা হয়েছিল, সেই আকারে একইভাবে আবার আবেদন করা হয়েছে।

আনিসুল হক আরও বলেন, খালেদা জিয়া কিন্তু দুটি শর্তে (বিদেশে যেতে পারবে না ও ঢাকায় থেকে চিকিৎসা) মুক্ত। চলাফেরায় তার কিন্তু কোনো অনুমতি নিতে হয় না। তার মুক্তির মেয়াদ বাড়ানোর আইনি সুযোগ আছে। কিন্তু অন্য কিছু করার আইনি সুযোগ নেই।

অনলাইন ডেস্ক