আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বুধবার

 অনলাইন ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় গণভবনে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত শনিবার (১০ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে বলেন, ১৪ ফেব্রুয়ারি গণভবনে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ডিসি সম্মেলন শুরু ৩ মার্চ...

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

এসব আসনের বিপরীতে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মোট ১ হাজার ৫৪৯টি ফরম বিক্রি করে দলটি আয় করেছেন সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

অনলাইন ডেস্ক