জাতীয় সংসদ ঘেরাওয়ের হুমকি নুরের

 অনলাইন ডেস্ক    ২৭ জানুয়ারী, ২০২৪ ১১:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

অধিবেশন ডাকার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ ঘেরাও করার হুমকি দিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

এজন্য বিএনপির-জামায়াতসহ সব দলকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে দ্রবমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে নুর এ হুঁশিয়ারি দেন।

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি বলেন, পাঠ্যবইয়ে শরীফ থেকে শরীফার গল্প পরিকল্পিতভাবে ছাপানো হয়েছে। এটা এই জাতিকে ধ্বংসের পরিকল্পনারই অংশ।

আরও পড়ুন: শীতার্তদের পাশে জাবির নৃবিজ্ঞান বিভাগ...

ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারতের এজেন্ট। সবাইকে বলছি ভারতীয় পণ্য বয়কট করুন। আজ থেকেই সবাই ব্যানার ফেস্টুন ছাপান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, সংসদ অধিবেশন ডাকার সঙ্গে সঙ্গে আমরা সংসদ ঘেরাও করব। বিএনপির-জামায়াতসহ সব দলকেই বলছি আজ থেকেই আপনারা প্রস্তুতি নিন।

অনলাইন ডেস্ক