শুরু বিএনপির সমাবেশ, দেয়া হতে পারে আল্টিমেটাম

 অনলাইন ডেস্ক    ১৮ অক্টোবার, ২০২৩ ১৬:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসা সহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক ৩৬টি রাজনৈতিক দল সমাবেশের ডাক দিয়েছে।

বিএনপির সমাবেশে সঞ্চালনায় থাকবেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

এই সমাবেশে ঢাকার বাইরের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা আসছেন। যদিও অভিযোগ তাদের ঢাকার ধামরাইয়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বেশকিছু গাড়ি আটকে দিয়েছে।

আরও পড়ুন: জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী...

ইতোমধ্যে সমাবেশে বক্তব্য দেয়া শুরু করেছেন বিএনপির নেতারা। বলছেন, আন্দোলন সফলতার দিকেই যাচ্ছে। তত্ত্বাবধায়কের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।

এ সমাবেশ থেকে আগামী ২৪ অক্টোবরের মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে আল্টিমেটাম দেয়ার কথা রয়েছে।

সময়ের মধ্যে দাবি মেনে না নিলে ২৮ অক্টোবর মহাসমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি নিয়েই কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। ফলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পল্টনে বিএনপি দলীয় কার্যালয়ের আশপাশে ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনলাইন ডেস্ক