সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা-১৭ আসনে আমিই জিতবো

 অনলাইন ডেস্ক    ২২ জুন, ২০২৩ ১৬:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

ঢাকা-১৭ আসন উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

হিরো আলম সাংবাদিকদের বলেন, আমি নিরাশার কথা বলে ছিলাম। তবে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে এখন আস্থা তৈরি হলো।

সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো।

তিনি আরো বলেন, এর আগের নির্বাচনে হাইকোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল। এবার সে পর্যন্ত যেতে হয়নি। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি আনন্দিত। শেষ পর্যন্ত লড়ে যেতে চাই।

আরও পড়ুন: রক্তে শর্করা কমে যাওয়া থেকে রক্ষা পেতে যা করণীয়...

এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয় নিয়ে আশাবাদেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মননোয়নপত্র বাতিলের পর গত মঙ্গলবার নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন হিরো আলম। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে শুনানি শুরু হয়।

উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এই আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই।

অনলাইন ডেস্ক