প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ৬ জন

 অনলাইন ডেস্ক    ১২ জানুয়ারী, ২০২৪ ১৫:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ছয় জন। তাদের মধ্যে এই পদে নতুন একজন নিয়োগ দেওয়া হয়েছে। আর বাকিরা সরকারের গত মেয়াদেও উপদেষ্টা পদে নিয়োজিত ছিলেন।

উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তরা হলেন, কামাল আব্দুল নাসের চৌধুরী (নতুন), তারেক আহমেদ সিদ্দিকী, সালমান এফ রহমান, তৌফিক ইলাহী চৌধুরী, মশিউর রহমান ও গওহর রিজভী।


আরও পড়ুন: এবার সমাজকল্যাণ মন্ত্রী হলেন দীপু মনি...

এর আগে, বঙ্গভবনে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এরপর তাদের দায়িত্ব বণ্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

অনলাইন ডেস্ক