কঠোর আন্দোলনে যাচ্ছে বিএনপি: ফারুক

 অনলাইন ডেস্ক    ১৫ এপ্রিল, ২০২৪ ১৪:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়নি দাবি করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, শিগগিরই কঠোর আন্দোলনের রূপরেখা দেয়া হবে। আজ সোমবার (১৫ এপ্রিল) সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনকেও বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলায় ভোটে অংশ না নিতে ইতোমধ্যে তৃণমূলের নেতাকর্মীদের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে মাহা সাংগ্রাইং কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত...

আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে ফারুক বলেন, যুদ্ধের রণকৌশল পরিবর্তন হয়েছে মাত্র। শিগগিরই কঠোর আন্দোলনে রূপরেখা ঘোষণা হবে।

বিএনপি মহাসচিব পদে মির্জা ফখরুলের পরিবর্তনের কোনো সুযোগ নেই। পরিবর্তনের আভাসের কথার পুরোটাই গুঞ্জন।

অনলাইন ডেস্ক