খালেদা জিয়াকে মির্জা ফখরুলের ফুলেল শুভেচ্ছা

 অনলাইন ডেস্ক    ৭ আগষ্ট, ২০২৪ ১১:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির পর তাকে দেখতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি।

এর আগে মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার কারামুক্তির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

এ ছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান।

এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অনলাইন ডেস্ক