খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

 অনলাইন ডেস্ক    ৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

নাম প্রকাশ না করা শর্তে মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, বেগম খালেদা জিয়ার দেহে পটাসিয়াম, ক্যালসিযাম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রারা কম। হঠাৎ করে তার শরীরের অবনতি হাওয়ার উদ্ধিগ্ন মেডিক্যাল বোর্ড এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন: হিরো আলম বিজেপিতে, কী বলছেন পার্থ?...

গত ২৫ দিন ধরে রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার শারীরিক জটিলতা নিয়ে গত নয় আগস্ট হাসপাতালে ভর্তি হন।

এর আগে গত বছরের জুন মাসে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা একাধিক বার গণমাধ্যমকে বলেছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার, কিডনি ও হৃদরোগে ভুগছেন।

অনলাইন ডেস্ক