‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ’ ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

 অনলাইন ডেস্ক    ৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৫:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

“ডেঙ্গু শুধু ঢকায় নয় সারা বাংলাদেশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে” বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান কর্মসূচি উদ্বোধনে গিয়ে গণমাধ্যমকে এই কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ঢাকার দুই মেয়রের জনগণের কাছে দায়বদ্ধতা নেই। তারা এখন ব্যস্ত কী ভাবে গাছ কাটবে, বড় বড় বাজার করবে ও মার্কেট করবে। তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ। ডেঙ্গুর ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দুই মেয়রের পদত্যাগ দাবি করেন তিনি।

এই মহাসচিব অভিযোগ করেন সরকার জনগণ সেবায় পুরোপুরি ব্যর্থ হয়েছে ও তারা মানুষের স্বাস্থ্যগত বিষয় নিয়ে কোনো গুরুত্ব দেয়নি। তারা মশার ঔষুধ আমদানিতে দুর্নীতি ও দেশের সব খাতে দুর্নীতি করেছে।

আর পড়ুন: খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল...

এছাড়াও অর্থনীতিও চরম ভাবে ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, মানুষের সমস্যা তৈরি করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুই ঘণ্টা সময় লাগছে এক্সপ্রেসওয়ে থেকে নামতে।

অনলাইন ডেস্ক