এমপি হিসেবে শপথ নিলেন ২৯৭ জন

 অনলাইন ডেস্ক    ১০ জানুয়ারী, ২০২৪ ১৫:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আরও পাঁচ বছরের জন্য রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই নির্বাচনে নব-নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে ২৯৭ জন শপথ নিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদে নব-নির্বাচিত এমপিদের আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০টার সময় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে শপথ গ্রহণ করেন।

এরপর স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির নতুন এমপিরা শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন: আরব সাগরে এবার পাকিস্তানের যুদ্ধজাহাজ...

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়। নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে।

২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থী ৬২টি আসনে জয় পেয়েছেন। মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন।

অনলাইন ডেস্ক